শনিবার, ৪ জুন, ২০১১

ওখানে শেকড় গজিয়ে গেছে


দুটি পা আমার থেকে ছিন্ন হয়ে দূরে। ওখানে শেকড় গজিয়ে গেছে। আমি যত্ন করে হাত বুলিয়ে দেই। আহা! কতটা শ্রান্ত! কতটা শ্রান্ত! গরম জলে ধুয়ে দেই লবণের স্বাদ। তারপর জাফরানে মুছে ফেলি পুরনো দাগ। কারো চোখ কি জেগে থেকে আমাকে দেখে! আমি আর আমার দুটি পা আকাশে উড়ি। শিরায় শিরায় রক্তের ব্যাথা জেগে কাঁদে। আমি আমার দুটি পা জড়িয়ে থেকে চুপ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন