রবিবার, ৮ মে, ২০১১

তার প্রাণ চুষে নিচ্ছি

আমি তার প্রাণ চুষে নিচ্ছি। ফসফরাসে বারুদ ঘষে এলোপাথারি অন্ধকার চক্রাকারে ঘুরে ম্লান। আমার ঠোঁটে লেগে আছে লাল।

একবার শুরু করা যাত্রা
একবার মৃত্যুময়তার ভেতর আবদ্ধ
তারপর চূর্ণ চূর্ণ কাঁচ
অসংখ্য আলোর প্রতিফলন
সারি সারি মৃতদের পাশে বসে কান্না

আমি তার প্রাণ চুষে নিচ্ছি। আমার নখে লেগে আছে তার স্মৃতি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন