রবিবার, ২৯ মে, ২০১১

রেড অক্সাইড এলিট

নিঃশ্বাসের কাছাকাছি ঘ্রাণ নিয়ে ফিরি, লেহনে মসৃণ করি খাঁজের পাথর। থির জলে ঢেউ তোলে পানকৌড়ি চোখ। নির্মান ও ভাঙ্গন পরস্পর সহজাত অলৌকিক মিথস্ক্রিয়ায় কাক ও কুকুর। রেড অক্সাইড এলিটে রসস্নাতঘোর। একপায়ে শালিক হাঁটে ভোরের দিকে। নদীও নাব্যতা খোঁজে- প্রচণ্ড গতির এতোসব দৃশ্য নিয়ে মস্তিষ্কের কোষে একটি চোখ গেঁথে রাখি বৃষ্টির ফলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন