বুধবার, ১৮ মে, ২০১১

কাঁটা

পুড়ে গেছে রাত্রির নখে লেগে থাকা দাগে প্রাচীণ পুরাণ, উড়ে গেছে বাতাসে চিহ্ন। পাখির ঠোঁটে লেগা থাকা চুম্বনের রঙ ছুড়ে দিচ্ছে বিদ্যুতে বিদ্যুতে।  ফুরিয়ে যাওয়া ব্রহ্মনহরে একটা ঢেউ আসবে বলে বসে আছে বৃদ্ধ হরিহর পঁচাত্তর বছর। সে মাছেদের মরণ লিখে ঢেউয়ের আঘাত সয়ে সয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন