সোমবার, ৯ মে, ২০১১

দৃশ্যগুলো নীল

সারাটা দিন সারাটা দিন শূন্যতা ধারণ করি। আমি কি ডুবে যাচ্ছি? কোথায় নীল ফুলের ঘ্রাণ? একটা বৈশাখী বাতাস এলোমেলো করে দিচ্ছে। আঙুলগুলোও শিখে নিচ্ছে ক্ষয়। ক্ষয়ে যাওয়া আঙুলে চিঠি লিখি। কিন্তু পোস্ট করা হয় না। ডাকঘর চিনি না। এই শহরে কোন ডাকঘর নেই। যন্ত্রণা! কোথায় যে রেখেছি খাম? খুঁজে পাচ্ছি না। একটা পাখি কোথায় যেন সুর তুলছে, বোঝা যাচ্ছে না। অস্পষ্ট স্বরে কেউ গান গায়। আমি একটা গান পাচ্ছি না, জানো আমার একটা গান শুনতে ইচ্ছে করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন