শনিবার, ১৪ মে, ২০১১

অণুরণনে ছিন্ন হচ্ছে

ভেতরে লুকিয়ে রাখছি অনন্ত পথ। যারা চলে গেছে তাদের আর ঠিকানা খোঁজা হবে না। যারা ঘুম শহরে একা একা জাগে তারা পথ চেনে না। একদিন সবার নামেই চিঠি দেয়া হবে, জানানো হবে উৎসবের বারতা। তারা কি ছিন্ন করে নিয়ে যাবে বাতাসের রঙ? তারা কি ছুঁড়ে দেবে দমকল রোদ?

বিকালে নদী আর আমরা তিনজন পথ হয়ে হাঁটি। আমাদের কাছাকাছি বাতাসে সুগন্ধী উড়ে। কারো চিঠি আমাকে উদাস করে। চুপচাপ চুপচাপ তার চোখে স্বপ্ন বপন করি। যদি ফসল হয়! যদি এ বেলা বৃষ্টিতে ভিজে যায় মাটি! তবে একটা গাছ হবে জলেশ্বর তোমার নামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন