বুধবার, ১৮ মে, ২০১১

মুরালিচোখেক্ষত

চোখ থেকে মুছে দিচ্ছি সকল দৃশ্য তবুও বার বার নিজেকে নিজেই দেখি, নিজের সাথে কথা বলি, নিজের ভেতর থেকে দ্বিতীয় জলেশ্বরকে সরিয়ে নিতে পারি না। চোখ গলে গলে দৃশ্য খেয়ে উজাড়। আঙুলগুলো গলে মিশে যাচ্ছে মুরালির ক্ষতে। মুরালির কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে হংসধ্বনি। সে আমাকে দেখে না, নত হয়ে চোখে ডুবে কাঁদে। গান শেষে আমি তার চোখ থেকে কাজল তুলে নেব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন