রবিবার, ২২ মে, ২০১১

ইচ্ছে হয় বৃষ্টির কবিতা লিখি

ইচ্ছে ছিলো একটা বৃষ্টির কবিতা লিখি
প্রতিদিন বৃষ্টির প্রার্থনায় ছিলাম
বৃষ্টিও ভিজিয়ে দিয়ে গেছে স্মৃতি ও বিস্মৃতি সকল

কিন্তু খরায় পুড়ে খাক কলমের কালি
আঙুলগুলোও কিবোর্ডে আটকে আছে অক্ষমতায়
মস্তিষ্কের চিন্তাগুলোও ক্ষয়ে গেছে জীর্ণতায়
একটা অমসৃণ পাথরে চূর্ণ করোটির ভেতর গলিত মগজে বিষ

বৃষ্টিও বোধ হয় চেয়েছিল লেখা হোক একটি কবিতা
তাই বার বার ধুয়ে গেছে জ্বরের শরীর


বড়ো ইচ্ছে হয় কারো চোখে বৃষ্টির কবিতা লিখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন