রবিবার, ২২ মে, ২০১১

পরিবেশ পরিচিতি সমাজ

চোখের সামনে অরণ্য উজার হয়ে সবগুলো জানোয়ার চলে আসে
সকল আড়াল মুছে প্রকাশ্য সঙ্গমে বিচূর্ণ করে তোলে চারপাশ
দৃষ্টিতে গেঁথে দেয় অনিচ্ছার দৃশ্য, চোখগুলো ক্ষতবিক্ষত হয়ে ওঠে
রক্তাক্ত চোখ আর মস্তিষ্কে গলে গলে পড়ে বিচ্ছিন্ন নিউরোন

কতগুলো মানুষ আকৃতির দানব লম্বা লম্বা দাঁতে ঝুলিয়ে রাখে হলুদ অসুখ
তরল জিহ্বায় নেচে চলে অসংখ্য কীট, পুঁজ আর দূষিত রক্তে ভেজা মুখের চারপাশ

অর্নগল বমনে ভিজিয়ে দিচ্ছে আমার শরীর
উফ্ কি অসহ্য!

কোথাও একটা মানুষ নাই!

1 টি মন্তব্য:

  1. কতগুলো মানুষ আকৃতির দানব লম্বা লম্বা দাঁতে ঝুলিয়ে রাখে হলুদ অসুখ

    উত্তরমুছুন